
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): আগামীকাল বৃহস্পতিবার এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। রাজধানীর কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনারের এই নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রগুলোতে ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই আদেশ আগামীকাল ৬ নভেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।