সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৯:৩৬

সিলেট, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটের শাহপরান (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মহাসড়কের খাদিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০) ও শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।

আহতরা হলেন, শাহপরাণ (রহ.) থানার সুরমা গেইট এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান নয়ন (১৮), জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মাহফুজুর রহমান নাইম (২১), হবিগঞ্জ জেলার বানিয়াচং সদর থানা এলাকার আজমল লস্করের ছেলে মো. হাবিবুর লস্কর (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চালক মুন্নাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী তাজুল মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
১০