
রাজশাহী, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুন অর রশিদ মামুন আজ বুধবার দুপুরে কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন।
সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দলের নির্দেশ যারা ধানের শীষে মনোনয়ন পাবে তার পক্ষেই নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাবে। দলের নির্দেশনা মতো ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি স্থানীয় ৬টি আসনের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে তাদের সহযোগিতা করার জন্য।
তারা আরও বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে সদর আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু থাকবেন। এছাড়া মহানগরের পক্ষ থেকে ছয়টি আসনের প্রার্থীদের দাওয়াত করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপস্থিত নেতৃবৃন্দ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করতে কাজ শুরু করছে মহানগর বিএনপি। এরইমধ্যে সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বিএনপি যেহেতু বড় দল সেখানে পদ প্রত্যাশী অনেক নেতা ছিলেন। পদ পেতে প্রতিযোগিতাও ছিল। পদ না পেয়ে অনকেই হতাশ হয়েছেন। সেসব ভুলে গিয়ে নেতাকর্মীরা সকলে যাতে জেলার ছয়টি আসনের প্রার্থীদের পক্ষে কাজ শুরু করেন সে লক্ষ্যে মহানগর বিএনপি মাঠে নেমেছে। নানা পদক্ষেপ নিচ্ছে।
রাজশাহী মহানগর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু।
এছাড়া বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।