শুধু শিক্ষকরাই নন; এদেশের কৃষকরাও গবেষণা করেন : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫
বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ উপদেষ্টা। ছবি : পিআইডি

চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শুধু শিক্ষকরাই নন; এদেশের কৃষকরাও গবেষণা করেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবনী মেলা ২০২৫’ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গবেষণা হবে মানুষের কল্যাণের জন্য। এটা বিজ্ঞানভিত্তিক যেমন হবে, একইসঙ্গে সামাজিক বিভিন্ন বিষয়েও হবে। গবেষক মানেই শিক্ষক নয়, এদেশে কৃষকরাও গবেষণা করেন। তারা বিভিন্ন প্রজাতির ধরণ বের করেন।’

তিনি বলেন, গবেষণা খাতকে উন্নত করার জন্য জাতীয় বাজেটের কতটুকু গবেষণাখাতে যায়, কতটুকু যাওয়া উচিত, তা নিয়ে আপনারা আওয়াজ তুলতে পারেন।

উপদেষ্টা আরও বলেন, ‘অধ্যাপক জামাল নজরুল ইসলাম ছিলেন বিশ্বখ্যাত গবেষক। তিনি মরেও অমর হয়ে আছেন। জামাল নজরুল শুধু চট্টগ্রামের নয়, পুরো বিশ্বের গর্ব। তার জ্ঞান এবং গবেষণা কর্ম তাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে। আমাদেরও এমনকিছু করতে হবে, যেন মৃত্যুর পর আমরা যুগযুগ ধরে বেঁচে থাকতে পারি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি উপাচার্য ইয়াহ্ইয়া আখতার, উপ উপাচার্য (শিক্ষা) শামীম উদ্দিন খান, (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন আল-আমিন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুল হাসান মামুন ও জামাল নজরুল ইসলাম গবেষণা পরিচালনা কেন্দ্রের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরে পানিবন্দী লাখো মানুষ, তিস্তাপাড়ে বোবা কান্না
জনশৃঙ্খলা রক্ষায় প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
সেনা প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি
ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করলেন সাভিনহো
শেরপুরে বিশ্ব শিশু দিবস পালিত
বগুড়ায় সাড়ে নয় লাখ শিশু টাইফয়েড টিকার আওতায় 
নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট শুরু
রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস পালিত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় খনি ধসে নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার
আ. লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান: জনগণই সবচেয়ে বড় বিচারক
১০