তাড়াশে ব্রীজের নির্মাণ কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা 

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৫০
সিরাজগঞ্জের তাড়াশে ব্রীজের নির্মাণ কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা। ছবি: বাসস

\ হারুন অর রশিদ খান হাসান \

সিরাজগঞ্জ, ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন একটি ব্রীজের কাজ বন্ধ রেখে ঠিকাদার চলে গেছেন। এতে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

বিশেষ করে বৃষ্টির মৌসুম শুরু হলে সেতু নির্মাণ করা কঠিন হয়ে পড়বে। সেতুর উজানে বিস্তীর্ণ ফসলের মাঠ পানিতে তলিয়ে যাবে। বৃষ্টি হলেই নির্মাণাধীন ব্রীজের ড্রাইব্রেশন রাস্তা ধ্বসে পড়ার আশঙ্কা করছেন লোকজন। এদিকে ব্রীজ নির্মাণের তথ্য বোর্ড দেখে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে কাটাগাড়ি জিসি রাস্তায় ৩৩২ মিটার চেইনেজ ও ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজের নির্মাণ কাজ শুরু করা হয়। শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের জানুয়ারি মাসে। এতদিনে স্পাইলিংয়ের কাজটুকো শেষ করতে পেরেছেন ঠিকাদার।

তাড়াশের মালশিন গ্রামের আব্দুল আজিজ, ভাদাশ গ্রামের মুকুল হোসেন, কাস্তা গ্রামের আলামিন ও জয়নাল আবেদীন বলেন, কাটাগাড়ি সড়ক দিয়ে হালকা ও ভারী অসংখ্য যানবাহন চলাচল করে। ড্রাইব্রেশন রাস্তা দিয়ে চলাচল করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। রাস্তাটির দুই পাশে বেশ উঁচু, মাঝখানে নিচু। তুলনামূলক সরু। রাস্তার ঢালুতে নামার সময় অটোভ্যানের ব্রেকে আটকে না। উঁচুতে ওঠার সময় ভ্যান থেকে লোকজন নামিয়ে খালি গাড়ি টেনে তুলতে হয়।

এ রাস্তায় একসাথে দুইটি ভ্যান চালানো যায় না। ব্রীজের কাজ বন্ধ থাকায় মহা বিপদে পড়েছি আমরা। উত্তর ওয়াপদা বাঁধে বসবাসরত বেল্লাল খান নামে একজন কৃষক বলেন, ব্রীজের উজানে মাঠে মাঠে আবাদি জমি রয়েছে। ভারী বৃষ্টি হলে বোরো ধানের জমি পানিতে তলিয়ে ফসল হানির আশংকা রয়েছে। স্থানীয় মজিবর রহমান নামে এক ব্যক্তি বলেন, এরই মধ্যে ড্রাইব্রেশন রাস্তায় দুই দিন গাড়ি উল্টে গেছে। লোকজনের বিপদ দেখে রাস্তার দুই পাশে বাঁশ পুঁতে দিয়েছি।

দ্রুততম সময়ের মধ্যে ব্রীজের নির্মাণ কাজ শেষ করার জোর দাবি জানিয়ে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল বলেন, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ, জে আই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, জাফর ইকবাল বালিকা বিদ্যালয়, জাফর ইকবাল উচ্চ বিদ্যালয়, মহিলা মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, তা’লিমুল কুরআন নূরাণী মডেল মাদ্রাসা রয়েছে পাশাপাশি।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্রছাত্রী নির্মাণাধীন ব্রীজের ড্রাইব্রেশন রাস্তা দিয়ে যাতায়াত করেন। আগামী এপ্রিল মাসের ছয় তারিখে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা গেছে, ড্রাইব্রেশন রাস্তা দিয়ে দুইটি গাড়ি চলাচলের সুযোগ নেই। রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে অপেক্ষা করেন চালকরা। এমনকি গাড়ি চলাচল ও লোকজন পায়ে হেঁটে পাশাপাশি যাতায়াত করা ঝূঁকিপূর্ণ।

জানা গেছে, জেলা নওগাঁর ঠিকাদারী প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এন্ড ডন এন্টারপ্রাইজের (জেভি) সাথে ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণের চুক্তি সম্পন্ন হয়। পরে ঠিকাদার ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম গকুল ব্রীজ নির্মাণের কাজ কিনে নেয়। সর্বশেষ থার্ড পার্টি হিসেবে কাজ করছেন মো. ওয়াহিদুল ইসলাম নামে এক ঠিকাদার। অপরদিকে ঠিকাদার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, বিল পেতে দেরি হচ্ছে। এজন্য ব্রীজের নির্মাণ কাজ শেষ করতে পারছি না।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, পর পর দুইটি পত্র দেওয়া হয়েছে ঠিকাদারকে তাড়াতাড়ি ব্র্রীজের নির্মাণ কাজ শেষ করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০