ভৈরবে ঈদকে সামনে রেখে ব্যস্ত পাদুকা কারিগররা

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:০৬
কিশোরগঞ্জের ভৈরবে ঈদকে সামনে রেখে ব্যস্ত পাদুকা কারিগররা। ছবি: বাসস

\ এসকে রাসেল \

কিশোরগঞ্জ, ২৫মার্চ, ২০২৫ (বাসস) : জেলার ভৈরবে দেশীয় পাদুকা শিল্পের কারিগররা ব্যস্ত সময় পার করছেন। হাতে আর সময়ে নেই, তাই ঈদকে সামনে রেখে বাড়তি আয়ের আশায় নাওয়া খাওয়া ভুলে কাজ করে যাচ্ছেন তারা। তাছাড়াও গত বারের তুলনায় এবার বেচা-কেনা ভালো হওয়া খুশি এ শিল্পের সঙ্গে জড়িতরা।

জানা গেছে, রাজধানীর পরেই দেশের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ভৈরবে গড়ে উঠেছে পাদুকার বৃহত্তম বাজার। ফলে এখানে রয়েছে ছোট বড় মিলে ৫ হাজারের অধিক কারখানা। এসব কারখানায় দেড় লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশীয় এ শিল্পে কারিগররা এক সময় সনাতন পদ্ধতিতে পাদুকা তৈরি করলেও বর্তমানে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ফলে একদিকে যেমন যন্ত্রের মাধ্যমে কারখানাগুলোতে টেকসই ও উন্নতমানের পাদুকা উৎপাদন করা হচ্ছে। তেমনি অন্যদিকে উৎপাদিত এসব পাদুকা দেশের চাহিদা মেটিয়েও এশিয়াসহ মধ্যপ্রাচ্যের ৫টি দেশ সৌদি আরব, কুয়েত, দুবাই, ব্রুনাই ও নেপালে রপ্তানীর করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অধিক পরিমাণে লাভবান হচ্ছেন কারখানার মালিকরা।

এছাড়াও প্রায় অর্ধশত কারখানায় আধুনিক মেশিনের সাহায্যে দেশ ও বিদেশের নামী-দামী ব্র্যান্ডের পাদুকা উৎপাদন করা হচ্ছে। এসব ব্যান্ডের মধ্যে রয়েছে, এপেক্স, বাটা, লট্টু, স্টেপ, ওয়ারকার, সম্রাট, আজাদ, লিবার্টি ও পায়ে পায়ে সুসহ জাতীয় পর্যায়ের ৩০টি ব্র্যান্ডের পাদুকা। ফলে দেশীয় পাদুকা শিল্পে দুর্দিনের বদলে বইছে সুদিনের হাওয়া। আর এসব পাদুকা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে রাখছে এক গুরুত্বপূর্ণ ভুমিকা। তবে, মেশিনে তৈরি পাদুকার পাশাপাশি হাতের তৈরি পাদুকার চাহিদা ছিল বেশ। ফলে সময় মত বেতন পেয়ে খুশি শ্রমিকরাও।

এদিকে এ শহরে উৎপাদিত পাদুকা বিক্রির জন্য গড়ে উঠেছে কয়েকটি পাইকারি পাদুকা মার্কেট। এসব মার্কটে গত বারের তুলনায় এবার আশানুরূপ বেচা-কেনা করতে পারায় খুশি পাদুকা ব্যবসায়ীরা।

বেচা-কেনা কেমন হয়েছে? এমন প্রশ্নের জবাবে ঢাকা ফোর স্টার সুজের সত্তাধিকারী হাজী মো. নোমান মোল্লা বলেন, আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এবার অনেক ভাল বেচা-কেনা হয়েছে।

এছাড়াও ভৈরব পায়ে পায়ে সুজের মালিক মোঃ আশরাফ উদ্দিন জানান, মেশিন তৈরি পাদুকার পাশাপাশি এবার হাতের তৈরি পাদুকার চাহিদাও ছিল বেশ। ফলে এবার আশানুরূপ বেচা-কেনাও হয়েছে।

ভৈরব পদকা কারখানা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া বলেন, এবার ঈদে মার্কেট ভালো যাচ্ছে। ঈদে এবার প্রায় ১০ কোটি টাকার জুতা বিক্রি হওয়ার আশা করছি। তবে দেশীয় এ পাদুকা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখলেও সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা। যদি সরকারের পক্ষ থেকে প্রণোদনাসহ পাদুকা ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হতো, তাহলে এশিল্পটি এগিয়ে যাবে আরও বহুদূর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে নেমে ৮.৩ শতাংশে দাঁড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান
১০