টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৩৬

টাঙ্গাইল, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার নিহতের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত রাতে খাওয়া দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপরে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে আজ ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে তার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বাড়ির পাশ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আহ্বান খেলাফত মজলিসের 
ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন টেইলর
ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম
১০