সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৩:০১

চট্টগ্রাম (উত্তর), ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় খাদিজা খাতুন (২৪)নামে এক নারী নিহত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে সীতাকুণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা খাতুন সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী এবং বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদ আল মাহমুদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খাদিজা খাতুন মোটরসাইকেল যোগে কলেজ থেকে আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের বহনকৃত মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছে। এ ঘটনায় আইনানুগ  প্রক্রিয়া চলমান।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
ব্রাসেলস বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে
দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা সমাপ্ত
মার্কিন রাজনীতিতে চমক: সমাজতন্ত্রী ও ট্রাম্পবিরোধী মামদানি নিউইয়র্কের নতুন মেয়র
ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান
মাটি ও পরিবেশ রক্ষায় মেহেরপুরে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা
বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া অজগর সাপ উদ্ধার
শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও বিপসটের চুক্তি
১০