লক্ষ্মীপুর, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় তীব্র তাপদাহের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে জেলা শহরসহ জকসিন,হাজিরপাড়া,মান্দারী,চন্দ্রগঞ্জ,রায়পুর,রামগঞ্জ ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে বইছে ঝড়ো হাওয়ায়। এখন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
এদিকে বৃষ্টির কারনে কিছুটা নষ্ট হয়েছে ইটভাটার কাঁচা ইট। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন তীব্র তাপদাহে অতিষ্ট ছিল মানুষ। হঠাৎ বৃষ্টির পর স্বস্তি ফিরছে মানুষের মধ্যে। তবে বৃষ্টি বেশি হলে ফসলের ক্ষতির আশংকা রয়েছে।
এদিকে রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের কারনে এ শিলা বৃৃষ্টি হচ্ছে। বৃষ্টি দীর্ঘায়িত হবেনা। লক্ষ্মীপুরে কোথাও কোথাও শিলা বৃষ্টির সাথে ঝড়ো হওয়া বইছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে কৃষকদের ক্ষতি হতে পারে।