ভোলায় ৫০ নারী প্রশিক্ষণার্থী  পেলেন ল্যাপটপ

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৪১
ল্যাপটপ পেলেন ৫০ নারী প্রশিক্ষণার্থী । ছবি : বাসস

ভোলা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন' এ প্রতিপাদ্য নিয়ে ভোলায় আজ  ৫০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে  ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  দুপুর ১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় ভোলার দুটি উপজেলার ৫০জন  প্রশিক্ষণার্থীর মাধ্যে  ল্যাপটপ বিতরণ করা হয়।

ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাপটপ বিতরণ করেন।
তথ্য-প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আত্মনির্ভরশীল করার জন্য এ ল্যাপটপ দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন,তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর দক্ষতা অর্জিত হবে, নতুন কর্মসংস্থান এর সৃষ্টি হবে। অর্থাৎ অর্থনৈতিক কর্মকান্ডে নারী অংশগ্রহণ বৃদ্ধি পাবে। 

জেলা প্রশাসন  এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও চাল-ডাল ডটকম লিমিটেড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে ভোলা সদর উপজেলার ২৫ ও বোরহানউদ্দিন উপজেলার ২৫ জন নারী শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ রিফাত ফেরদৌস,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভোলা জেলার সহকারী প্রোগ্রামার আরিফুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা  মিঠুন চক্রবর্তী, চাল-ডাল ডট কম লিমিটেডের উপ-পরিচালক সাদ ইবনে মোহাম্মদ  প্রমুখ।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টের ৪৮টি বেঞ্চে কাল থেকে বিচারকাজ শুরু
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৭ : পুলিশ 
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
১০