কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৬

কুষ্টিয়া, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায়  দুইদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন । মিরপুর উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক ও ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-বাহাদুরপুর সড়কে এদুটি  দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইলে রেহানা আক্তার (৪৬) নামে এক নারী ট্রাকচাপায় নিহত হয়েছেন।

এ সময় নিহতের স্বামী মন্টু সরদার গুরুতর আহত হন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি ওই উপজেলার নওদাখাদিমপুর এলাকায়।

স্থানীয়রা বলেন, সকালে রাস্তা পারের সময় পঞ্চগড় থেকে যশোর গামী বালি বোঝাইএকটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনা স্থলে রেহানার মৃত্যু হয়। তার স্বামী মন্টু সরদার গুরুতর আহত হন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, ঘাতক ট্রাকসহ চালক ও চালকের সহকারী পুলিশ হেফাজতে রয়েছে।

অন্যদিকে বুধবার রাত ১০টা দিকে ভেড়ামারা উপজেলার ড্রাম ট্রাকের ধাক্কায় ফিরোজ আলম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে । সে উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও একই এলাকার কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফিরোজ আলম ব্যাটারিচালিত অটোরিকশায় ভেড়ামারা শহর থেকে নিজ বাড়ি বাহাদুরপুরে যাচ্ছিলেন। এ সময় ভেড়ামারা-বাহাদুরপুর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বাসসকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে  পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক এবং চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
ব্রাসেলস বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে
দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা সমাপ্ত
মার্কিন রাজনীতিতে চমক: সমাজতন্ত্রী ও ট্রাম্পবিরোধী মামদানি নিউইয়র্কের নতুন মেয়র
ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান
মাটি ও পরিবেশ রক্ষায় মেহেরপুরে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা
বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া অজগর সাপ উদ্ধার
শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও বিপসটের চুক্তি
১০