যশোরে ধান-পাট বীজ ও সার পেলেন কৃষকরা

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:২৬
বৃহস্পতিবার যশোরে কয়েক হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনা বিতরন করা হয়। ছবি: বাসস

যশোর, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলার আজ দুই হাজার সাতশ’ ২০ জন কৃষক সরকারি প্রণোদনার অংশ হিসেবে ধান ও পাটের বীজ এবং সার পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক হাজার ৪৩০ জন প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধান ও পাটের বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে যশোর সদর উপজেলায় তিনশ’ জনকে এক কেজি করে পাট বীজ, পাঁচ কেজি করে এমওপি সার এবং এক হাজার ১৩০ জনকে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি (ডাই এ্যামোনিয়া ফসফেট) ও ১০ কেজি করে এমওপি (মিউরিয়েট অব পটাশ) সার দেওয়া হয়। ২০২৪-২৫ অর্থবছরে উফসী আউশ ধান ও পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের  মধ্যে  এসব বীজ ও সার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।

এর আগে বুধবার দুপুরে বাঘারপাড়া উপজেলার এক হাজার দুইশ’ ৯০ জন কৃষকের মধ্যে বিনামূল্যের বীজ ও সার বিতরণ করা হয়। বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

এবারের মৌসুমে বাঘারপাড়া উপজেলার নয়শ’ ৭০ জন কৃষককে ৫ কেজি করে উফসী আউশ ধানের বীজ, ১০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া তিনশ’ ২০ কৃষককে এক কেজি করে পাটের বীজ, ৫ কেজি করে ড্যাপ ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০