ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ঢাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ডাস্টবিন স্থাপন

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২৩:৩২ আপডেট: : ২৭ এপ্রিল ২০২৫, ০০:২৮
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম ও মিলন চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ডাস্টবিন ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করেন। ছবি : বাসস

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস): পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাকিম ও মিলন চত্বরে ডাস্টবিন ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীরা। সংগঠনটির এ আয়োজন বেশ প্রশংসা কুড়াচ্ছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে আজ শনিবার এ ডাস্টবিন ও প্লাকার্ড স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন এবং সদস্য সাব্বির আহম্মেদ, ইদ্রিস আলী মুরাদ, সায়মন-সহ হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এ বিষয়ে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বোধ থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি। তারেক রহমানের অভিপ্রায় দেশের প্রত্যেকটি ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব, পরিচ্ছন্ন এবং বিজ্ঞানমুখী। সেই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এবং মিলন চত্বরে দীর্ঘদিনের জমানো ময়লা-আবর্জনা পরিষ্কার করে দৃষ্টিনন্দন করার চেষ্টা করেছি। পাশাপাশি যাতে শিক্ষার্থীরা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এজন্য ডাস্টবিন স্থাপন করেছি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টানিয়েছি সচেতনতামূলক নানান স্লোগান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
কাকরাইলে সেনাবাহিনীর ৫ সদস্য আহত: আইএসপিআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে কার্গো বোটসহ ৭ পাচারকারী আটক
ভিপি নূরের ওপর হামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
উত্তরায় জিয়ার আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
১০