
রাজবাড়ী, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে ‘জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসচিব ডা. মাহমুদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপপরিচালক এস এম হাফিজুর রহমান। বক্তব্য দেন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন ও ফিল্ড সুপার ভাইজার মো. আব্দুর রশিদ।
জেলার শিশু-কিশোররা কোরআন তেলাওয়াত, ইসলামী জ্ঞান, উপস্থিত বক্তৃতা, আযান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামিক সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিশু-কিশোরদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্যরা। প্রতিযোগিতায় ৫টি উপজেলা থেকে ১৩০ জন প্রতিযোগী অংশ নেয়।