
খুলনা, ১০ নভেম্বর ২০২৫ (বাসস) : খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় প্রকৌশল দিবস পালিত হয়েছে।
আজ সোমবার আইডিইবি’র খুলনা জেলা ইউনিটের আয়োজনে “দক্ষ জনশক্তি জাতি গঠনের ভিত্তি” এ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।
শিববাড়ি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদ্বোধন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমদাদুল হক খান। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার শিবলী নোমান।
সদস্য সচিব প্রকৌশলী হায়দার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যাকে বোঝা হিসেবে না দেখে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। তারা বাংলাদেশকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক, দক্ষ মানবসম্পদ-ভিত্তিক জাতি হিসেবে গড়ে তোলার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আইডিইবি খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. মাসুম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল কবির, অর্থ সদস্য প্রকৌশলী মো. ইয়াসিন খান, কর্মসংস্থান বিষয়ক সদস্য প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, অফিস ও গ্রন্থাগার সদস্য তন্ময় বসু, প্রচার ও জনসংযোগ সদস্য প্রকৌশলী ইমরান বিশ্বাস, সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সদস্য প্রকৌশলী মো. নাইমুর রহমান আশা, মহিলা ও পরিবার কল্যাণ সদস্য প্রকৌশলী প্রিয়াঙ্কা সরকার এবং ছাত্র বিষয়ক সদস্য প্রকৌশলী সত্যানন্দ দত্ত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শেখ মুস্তাফিজুর রহমান, খুলনা কারিগরি রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান, আইডিইবি খুলনা জেলা অর্ন্তর্বতীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী সেলিমুল আজাদ এবং কেন্দ্রীয় ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এস.কে. মাহমুদ আলম।