ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৭৯

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৫০

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৫৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন মোট ৭৬ হাজার ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ৭২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১৫ জনের।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীকে ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল
৭-৮ শতাংশ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়: ইসি সানাউল্লাহ
প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
নারায়ণগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তারা রাজনীতিতে আসুন: নাহিদ ইসলাম
ঢাকা স্টেডিয়ামে তীর ধনুকে ছড়াল ‘ইরানি গোলাপের’ সুবাস
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত 
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মানসিকতার পরিবর্তন আনতে হবে : দুদক কমিশনার
জলবায়ু-উদ্বাস্তুদের জাতীয় সামাজিক সুরক্ষা কাঠামোয় অন্তর্ভুক্তির আহ্বান 
বাংলাদেশের সঙ্গে আইনসম্মত অভিবাসন ও সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি
১০