
মুন্সীগঞ্জ, ১০ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার লৌহজং উপজেলায় আজ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং অধিক মূল্যে বিক্রির দায়ে দু’টি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার বিকালে লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় বাজার মনিটরিংকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় মনিটরিংকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না এবং একই রেফ্রিজারেটরে কাঁচা মাছ- মাংস এবং রান্না করা মাছ মাংস সংরক্ষণের দায়ে পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. আরিফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে আলহামদুলিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. সায়মন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মোল্লা, লৌহজং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।