
চট্টগ্রাম, ১০ নভেম্বর ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার (৪২) নামে একজন নিহত হয়েছেন।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈগল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে আসার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দেলোয়ার গুরুতর আহত হন। স্থানীয় জনগণ দ্রুত তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং বাসটি জব্দ করা হয়েছে।