পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৬:২৯

কিশোরগঞ্জ, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখলাস উদ্দিন (২২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড় আজলদী নয়াপাড়া গ্রামে মুরগির ফার্মে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এখলাস উদ্দিন ওই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি সুখিয়া বাজারে মুরগির ফিডের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির মুরগির ফার্মে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে ১টার দিকে এখলাস উদ্দিনকে হাসপাতালে আনা হয়। তার হাতে বিদ্যুৎস্পৃষ্টের স্পষ্ট আলামত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ নিহতের বাড়ি রয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ককটেল হামলা: আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা
১০ উইকেট প্রয়োজন তাইজুলের
৭১ রান দূরে লিটন
সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবসে স্মরণসভা
শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা 
জাতীয় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত থাকবে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার সদস্য : মহাপরিচালক
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৭৯
আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ
১০