বীর মুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর শাহাদাত বার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৩:২৪
পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রোববার সকাল সাড়ে ১০টায় জেলাপ্রশাসনের উদ্যোগে শহিদের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙ্গামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ মোবরক হোসেন, শহিদ এম আবদুল আলীর নাতী কবির আবদুল্লাহ তাপস, শহিদ এম আবদুল আলীর জীবনীগ্রন্থের লেখক সাংবাদিক ইয়াছিন রানা সোহেল, শহিদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক হাজী নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছারসহ  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণ শেষে শহিদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়।

উল্লেখ্য শহিদ এম আবদুল আলী মুক্তিযুদ্ধের সময় রাঙ্গামাটি মহকুমা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর কাছে  ধরা পড়েন। ১২দিনের নির্মম নির্যাতন শেষে তাঁকে কেটে টুকরো টুকরো করে লাশ কাপ্তাই হ্রদে ফেলা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার কার্যকর, টেকসই ব্যবস্থাপনা 
বিচার ব্যবস্থা সংস্কারে করণীয় সম্পর্কে ব্লাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
শিক্ষা প্রতিষ্ঠান এডহক কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ
ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’
সিলেট বিমানবন্দর থেকে পণ্যবাহী ফ্লাইটের যাত্রা শুরু
আমরা ঐকমত্যের ভিত্তিতে সনদ সই করে নির্বাচনের পথে হাঁটতে চাই: আমির খসরু
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
লামিয়ার শোকাহত পরিবারের পাশে তারেক রহমান
১০