বীর মুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর শাহাদাত বার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৩:২৪
পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রোববার সকাল সাড়ে ১০টায় জেলাপ্রশাসনের উদ্যোগে শহিদের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙ্গামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ মোবরক হোসেন, শহিদ এম আবদুল আলীর নাতী কবির আবদুল্লাহ তাপস, শহিদ এম আবদুল আলীর জীবনীগ্রন্থের লেখক সাংবাদিক ইয়াছিন রানা সোহেল, শহিদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক হাজী নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছারসহ  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণ শেষে শহিদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়।

উল্লেখ্য শহিদ এম আবদুল আলী মুক্তিযুদ্ধের সময় রাঙ্গামাটি মহকুমা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর কাছে  ধরা পড়েন। ১২দিনের নির্মম নির্যাতন শেষে তাঁকে কেটে টুকরো টুকরো করে লাশ কাপ্তাই হ্রদে ফেলা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০