বীর মুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর শাহাদাত বার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৩:২৪
পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রোববার সকাল সাড়ে ১০টায় জেলাপ্রশাসনের উদ্যোগে শহিদের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙ্গামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ মোবরক হোসেন, শহিদ এম আবদুল আলীর নাতী কবির আবদুল্লাহ তাপস, শহিদ এম আবদুল আলীর জীবনীগ্রন্থের লেখক সাংবাদিক ইয়াছিন রানা সোহেল, শহিদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক হাজী নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছারসহ  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণ শেষে শহিদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়।

উল্লেখ্য শহিদ এম আবদুল আলী মুক্তিযুদ্ধের সময় রাঙ্গামাটি মহকুমা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর কাছে  ধরা পড়েন। ১২দিনের নির্মম নির্যাতন শেষে তাঁকে কেটে টুকরো টুকরো করে লাশ কাপ্তাই হ্রদে ফেলা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০