বীর মুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর শাহাদাত বার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৩:২৪
পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রোববার সকাল সাড়ে ১০টায় জেলাপ্রশাসনের উদ্যোগে শহিদের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙ্গামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ মোবরক হোসেন, শহিদ এম আবদুল আলীর নাতী কবির আবদুল্লাহ তাপস, শহিদ এম আবদুল আলীর জীবনীগ্রন্থের লেখক সাংবাদিক ইয়াছিন রানা সোহেল, শহিদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক হাজী নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছারসহ  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণ শেষে শহিদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়।

উল্লেখ্য শহিদ এম আবদুল আলী মুক্তিযুদ্ধের সময় রাঙ্গামাটি মহকুমা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর কাছে  ধরা পড়েন। ১২দিনের নির্মম নির্যাতন শেষে তাঁকে কেটে টুকরো টুকরো করে লাশ কাপ্তাই হ্রদে ফেলা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার
গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল
ব্রাহ্মণবাড়িয়ায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত মাজেদা, কাটা পড়লো গরুটিও
১০