চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৭:২৬
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ‘দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ প্রতিপাদ্যে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।

আজ সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। 

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম বলেছেন, সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার। উক্ত অধিকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইডের বিকল্প নেই। আইনি সহায়তার পাশাপাশি বিনামূল্যে আইনি পরামর্শ এবং আপসযোগ্য যে কোনো বিরোধ কিংবা মামলা মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তির নির্ভরযোগ্য স্থান। 

তিনি বলেন, সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা এবং ব্যাপক প্রচার-প্রচারণা ও জনমত সৃষ্টি। দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করার সঙ্গে-সঙ্গে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সরকার প্রতি বছরের মতো এ বছরও জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইনি সহায়তা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম। সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রমের উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিনিয়র জেলা জজ জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক এড. মো. হাসান আলী চৌধুরী ও ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু প্রমুখ। 

আলোচনা সভার পূর্বে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। আদালত চত্বর থেকে দিবসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি-মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। 

সভায় কর্মদক্ষতা বিবেচনায় এডভোকেট আশরাফি বিনতে মোতালেবকে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০