নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৪
ছবি : বাসস

নীলফামারী, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ শোভাযাত্রা ও আলোচনাসভা-সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনাসভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আবুল মনসুর মিঞা। 

বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ.বি.এম গোলাম রসুল, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন আলী, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী জজ) মো. মনিরুজ্জামান সরকার, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে লিগ্যাল এইডের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড কার্যালয়ে আপসও করা হয়। মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপসযোগ্য বিরোধের ক্ষেত্রে আবেদনকারীর সম্মতিক্রমে প্রতিপক্ষকে ডেকে বিরোধ মীমাংসায় কার্যক্রম পরিচালনা করে লিগ্যাল এইড।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী জজ) মো. মনিরুজ্জামান সরকার জানান, লিগ্যাল এইড কমিটির কাছে ২০০১ সাল থেকে এ পর্যন্ত ফৌজদারী, দেওয়ানী, পারিবারিকসহ মোট ৪ হাজার ১২৮টি মামলা মীমাংসার আবেদন পড়ে। এর মধ্যে একহাজার ৩০৩টি নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে ২ হাজার ৮২৫টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থান : ফিরে দেখা সিলেট
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৯৬
ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্রে কোকা-কোলায় আখের চিনি ব্যবহারের সিদ্ধান্ত
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন ও যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ
নাটোরে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের ‘গাছ চেনা প্রতিযোগিতা-২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার 
১০