চিন্তা ও উদ্ভাবনের আলোকে ভাষা ও সাহিত্য সমৃদ্ধ করা যায়: বাংলা একাডেমি মহাপরিচালক

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:০৫
সোমবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে নির্বাচিত ৫০ জন গবেষণা-প্রবন্ধ প্রস্তাবকদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ আজম। ছবি: বাংলা একাডেমি

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন, নতুন গবেষক সৃষ্টি এবং নানামুখী গবেষণার মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্য এবং জ্ঞানবিশ্বের আরও নানা বিষয়কে অতি সাম্প্রতিক চিন্তা ও উদ্ভাবনের আলোকে সমৃদ্ধ করা যায়।

তিনি বলেন, দেশের মেধাবী ও উদ্যমী তরুণরা যদি এই গবেষণা যথাযথভাবে সম্পন্ন করে তাহলে আমাদের গবেষণার মানদণ্ড নতুন উচ্চতা লাভ করবে।

বাংলা একাডেমি তার সুদীর্ঘ গবেষণা-ঐতিহ্যের ধারাবাহিকতায় এই গবেষণা-প্রবন্ধ প্রকল্পের আয়োজন করেছে বলে উল্লেখ করেন তিনি।

আজ বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তিন মাস মেয়াদি গবেষণা-প্রবন্ধ প্রস্তাবের নির্বাচিত ৫০ জন গবেষণা-প্রবন্ধ প্রস্তাবকদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক এসব কথা বলেন।

একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেন, বাংলা একাডেমির এই গবেষণা-প্রকল্প দেশের সর্বস্তরের গবেষকদের মধ্যে বিপুল আলোড়ন তৈরি করেছে। চূড়ান্তভাবে নির্বাচিত গবেষকবৃন্দ তাদের নির্ধারিত গবেষণাকর্ম সুচারুরূপে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করবেন।

একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন বলেন, বাংলা একাডেমি মূলত গবেষণাধর্মী প্রতিষ্ঠান। নির্বাচিত গবেষকগণ নতুন ধারার গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবেন, বাংলা ভাষা এবং গবেষণাকে সমৃদ্ধি করবেন- এ আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০