সিলেট, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’-এই প্রতিপাদ্যে আজ সিলেটে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে সকালে সিলেটের জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান তার বক্তৃতায় বলেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। অর্থনৈতিক বৈষম্যসহ নানা কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। অসমর্থ এইসব মানুষের ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড অন্যতম আশ্রয়স্থল। তিনি বলেন, আইনগত সহায়তা দেওয়া শুধু পেশাগত দায়িত্ব নয়। ধর্মীয়, মানবিক ও নৈতিকতার জায়গা থেকে এটা আমাদের দায়। সিলেটের আইনজীবী পল্লবী রায় বাংলাদেশের লিগ্যাল এইডে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত হওয়ায় তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সভায় বক্তৃতা করেন, এইড ও শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, বিভাগীয় বিশেষ জজ শাহাদৎ হোসেন প্রামাণিক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, চিফ মেট্টোপলিট্রন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়দা, মহানগর দায়রা জজ রাজীব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও মো. রফিকুল ইসলাম প্রমুখ।