হবিগঞ্জ, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার বানিয়াচং উপজেলায় আজ হাওরে ধান কাটার সময়ে বজ্রপাতে দুরবাশা দাশ (৩৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা একটার দিকে বানিয়াচং উপজেলার ৫ নম্বর দৌলতপুর ইউনিয়নের পূবের হাওরে এ বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত দুরবাশা দাশ জেলার বানিয়াচং উপজেলার আড়িয়ামুঘুর গ্রামের কালাবাশি দাশের ছেলে।
এ ঘটনায় নিহত দুরবাশা দাশের দুইভাই গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দুরবাশা দাশ, তার ভাই ভূষণ দাশ ও সুধন্য দাশ সকালে বাড়ি থেকে ধান কাটার জন্য পুবের হাওরে অবস্থান করছিলেন। একপর্যায়ে ধান কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাত এসে তাদের উপর আছড়ে পড়ে এতে ঘটনাস্থলেই নিহত হন দুরবাশা দাস। এসময় গুরুতর আহত হন তার অপর দুইভাই ভূষণ দাশ এবং সুধন্য দাশ। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।