হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহত 

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:২৭
প্রতীকী ছবি। পেক্সেলস

হবিগঞ্জ, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার বানিয়াচং উপজেলায় আজ হাওরে ধান কাটার সময়ে বজ্রপাতে দুরবাশা দাশ (৩৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। 

আজ সোমবার বেলা একটার দিকে বানিয়াচং উপজেলার ৫ নম্বর দৌলতপুর ইউনিয়নের পূবের হাওরে এ বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দুরবাশা দাশ জেলার বানিয়াচং উপজেলার আড়িয়ামুঘুর গ্রামের কালাবাশি দাশের ছেলে। 

এ ঘটনায় নিহত দুরবাশা দাশের দুইভাই গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দুরবাশা দাশ, তার ভাই ভূষণ দাশ ও সুধন্য দাশ সকালে বাড়ি থেকে ধান কাটার জন্য পুবের হাওরে অবস্থান করছিলেন। একপর্যায়ে ধান কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাত এসে তাদের উপর আছড়ে পড়ে এতে ঘটনাস্থলেই নিহত হন দুরবাশা দাস। এসময় গুরুতর আহত হন তার অপর দুইভাই ভূষণ দাশ এবং সুধন্য দাশ। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রকল্পের তথ্য শেয়ারে ব্যবসায়িক সুযোগ বিষয়ক সেমিনার আয়োজন করেছে এডিবি
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের অভিযান, ১০০ জনের বেশি অভিবাসী আটক
কারাবন্দী মিসরের প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে নতুন মামলা, জিজ্ঞাসাবাদ
ডিপিএল শিরোপা জয়ের লক্ষ্যে কাল মুখোমুখি আবাহনী-মোহামেডান
ভারত-পাকিস্তান উত্তেজনা: মোদী ও শরীফের সাথে পেজেশকিয়ানের ফোনালাপ
বাংলাদেশ পুলিশ ‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় আছে : আইজিপি
পাক-ভারত বিরোধের মূল কারণ ও সংঘাতের কালপঞ্জি
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করলেন প্রধান উপদেষ্টা 
২৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে রাজশাহী টেক্সটাইল মিলস 
ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
১০