কেন্দুয়ায় বোরো ধান-চাল সংগ্রহ শুরু

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৫:১৮
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। ছবি: বাসস

নেত্রকোনা (হাওরাঞ্চল), ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার কেন্দুয়া উপজেলায় বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় পৌরশহরের খাদ্য গুদামে এর উদ্বোধন করেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোতাকাব্বির খান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব জাকারুল ইসলাম, ব্যবসায়ী নয়ন গুণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোতাকাব্বির খান বলেন, এ বছর উপজেলায় মোট ১ হাজার ৫০১ মেট্রিক টন বোরো ধান ও ৪ হাজার ২৫০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহের আওতায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতি কেজি ধান ৩৬ টাকা ও প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে ক্রয় করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
ক্যামেরুনের অপহৃত ১০ শিশুকে উদ্ধার
জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর সীমান্তের প্রবেশদ্বার খুলে দেওয়ার দাবি হামাসের
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন ৩০ আগস্ট, নির্বাচন কমিশন গঠন
১০