সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা ।

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:২১
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা । ছবি : বাসস

সাতক্ষীরা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

সভায় জানানো হয়, সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাসসহ দেশীয় প্রজাতির বৈশাখী আম আগামী ৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি আম সংগ্রহ করা যাবে আগামী ৫ জুন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসময় জানান, নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম ভাঙা ও বাজারজাত করা যাবে না। ধাপে ধাপে পরিপক্ব হয় সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ বোম্বাই, গোলাপখাস, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি জাতের আম।

সভায়, এ বছর সাতক্ষীরা জেলা থেকে ৭০ মেট্রিক টন আম বিদেশে রফতানির আশাবাদ ব্যক্ত করেছে কৃষি বিভাগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০