সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা ।

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:২১
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা । ছবি : বাসস

সাতক্ষীরা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

সভায় জানানো হয়, সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাসসহ দেশীয় প্রজাতির বৈশাখী আম আগামী ৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি আম সংগ্রহ করা যাবে আগামী ৫ জুন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসময় জানান, নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম ভাঙা ও বাজারজাত করা যাবে না। ধাপে ধাপে পরিপক্ব হয় সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ বোম্বাই, গোলাপখাস, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি জাতের আম।

সভায়, এ বছর সাতক্ষীরা জেলা থেকে ৭০ মেট্রিক টন আম বিদেশে রফতানির আশাবাদ ব্যক্ত করেছে কৃষি বিভাগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন ও বন্যার্তদের সহায়তা
জাকসু’র নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রভাষকের মৃত্যু
বিজয় মিছিলে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুজন মিয়া
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
নাইজারে সন্দেহভাজন জিহাদিরা সেনাদের হত্যা করেছে 
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
১০