সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা ।

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:২১
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা । ছবি : বাসস

সাতক্ষীরা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

সভায় জানানো হয়, সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাসসহ দেশীয় প্রজাতির বৈশাখী আম আগামী ৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি আম সংগ্রহ করা যাবে আগামী ৫ জুন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসময় জানান, নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম ভাঙা ও বাজারজাত করা যাবে না। ধাপে ধাপে পরিপক্ব হয় সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ বোম্বাই, গোলাপখাস, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি জাতের আম।

সভায়, এ বছর সাতক্ষীরা জেলা থেকে ৭০ মেট্রিক টন আম বিদেশে রফতানির আশাবাদ ব্যক্ত করেছে কৃষি বিভাগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
ক্যামেরুনের অপহৃত ১০ শিশুকে উদ্ধার
জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর সীমান্তের প্রবেশদ্বার খুলে দেওয়ার দাবি হামাসের
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন ৩০ আগস্ট, নির্বাচন কমিশন গঠন
১০