কুমিল্লায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩৭
ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় এসকে ফিলিং স্টেশনের কর্মচারী কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।

আজ বুধবার  দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষের সহকারী কৌশলী (এপিপি) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম রাব্বী হোসেন(২২) সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো.শাহজাহানের ছেলে। রায়ের সময় সে আদালতে উপস্থিত ছিলো না।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১০মে জেলা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বখশিশের ১০০ টাকার ভাগবন্টন দ্বন্দ্বে একটি ছুরি দিয়ে রাব্বী মারুফকে এলাপাথারী আঘাত করে। পরে কুমিল্লা মেডিকেলে নেয়া পর মারুফের মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের মা মোসা.মিনুয়ারা বেগম বাদী হয়ে রাব্বীকে আসামি করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না: রিজভী
সড়ক দুর্ঘটনায় শতবর্ষী কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিংয়ের মৃত্যু
বশিরের ইনজুরিতে আট বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ডওসন
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে মিডওয়াইফারি সেবা চালু
আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী: দ্রুত বিচারের দাবি পরিবার-সহযোদ্ধাদের
শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদক-এর পৃথক মামলা
টাঙ্গাইলে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ   
নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন
এ মাসেই শুরু হচ্ছে জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম
১০