ইন্টারন্যাশনাল ইয়্যুথ প্রজেক্ট সাবমিশনে সেরা দশে শাবিপ্রবি শিক্ষার্থী মোফাজ্জলের প্রজেক্ট 

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৭:০৭
ইন্টারন্যাশনাল ইয়্যুথ প্রজেক্ট সাবমিশনে সেরা দশে শাবিপ্রবি শিক্ষার্থী মোফাজ্জলের প্রজেক্ট। ছবি: বাসস

সিলেট (শাবিপ্রবি), ২ মে, ২০২৫ (বাসস) : ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ইয়্যুথ এর ১১তম আন্তর্জাতিক সম্মেলনে প্রজেক্ট সাবমিশন বাছাই প্রক্রিয়ায় সারা বিশ্বের অসংখ্য প্রজেক্টের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. মোফাজ্জল হকের প্রজেক্ট। 

আগামী ৪ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মনোনীত দশটি প্রজেক্ট উত্থাপন করা হবে এবং দশটি প্রজেক্ট থেকে সেরা তিনটি বাছাই করা হবে। গত বুধবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ইয়্যুথ এর নিজস্ব ওয়েবসাইট ও ভেরিফায়েড ইনস্টাগ্রাম চ্যানেলে কনফারেন্স’র জন্য মনোনীত বিশ্বের বিভিন্ন দেশের সেরা ১০টি প্রজেক্ট প্রকাশ করা হয়। 

যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও নেপালসহ বিশ্বের কয়েকটি দেশের তরুণদের এসব প্রজেক্ট মনোনীত হয়েছে। এতে বাংলাদেশ থেকে জায়গা করে নেয় এই শিক্ষার্থীর প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাওরাঞ্চলের তিনটি গ্রামের তিনটি প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান ও লিঙ্গ সমতা বাস্তবায়নে দীর্ঘদিন কাজ করেছেন বলে জানিয়েছেন মোফাজ্জল। চার দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে ৩৭টি সেশনের মাধ্যমে শেষ হবে। চতুর্থ দিন দশটি প্রজেক্ট থেকে তিনটি প্রজেক্টকে এক্সক্লুসিভ স্বীকৃতি দেওয়া হবে।

সম্মেলনে সার্বিক সহযোগিতায় রয়েছে ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম (ইউএন- হ্যাবিট্যাট), ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড রিসার্চ (ইউনিটার) ও লস অ্যাঞ্জেলসের কাউন্টি ডিপার্টমেন্ট অব ইয়্যুথ ডেভলপমেন্টসহ আন্তর্জাতিক কয়েকটি সংগঠন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০