সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু 

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৮:২৯
ছবি : বাসস

সাতক্ষীরা, ৫ মে ২০২৫ (বাসস): জেলায় আজ থেকে পাকা আম সংগ্রহ শুরু হয়েছে। প্রথমধাপে বাজারে এসেছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস-সহ স্থানীয় জাতের আম।

আজ সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ফিংড়ী এলাকার বিল্লাল হোসেনের আম বাগান থেকে আম পাড়ার মধ্য দিয়ে জেলায় আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।  

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয়ন বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার-সহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সোমবার ৫ মে থেকে গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন আম্রপালি জাতের আম সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে। 

এদিকে, জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ৫০০ মেট্রিকটন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বছর ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে ১৩ হাজার একশ’ জন চাষি আম চাষ করেছেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, সাতক্ষীরার আম দেশের অন্য জায়গার তুলনায় সবচেয়ে আগে পাকে। সে কারণে এর চাহিদাও অনেক বেশি। 

তিনি জানান, এ বছর প্রায় চারশ’ কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কোনোভাবেই যেন কেমিক্যাল বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করে আম পাকানো না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
সিলেটে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
আইএমও কাউন্সিলে সমর্থনের প্রত্যাশায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজ
রাজধানীতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন এসআই 
দিনাজপুরের বীরগঞ্জ বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা
টি-টোয়েন্টিতে ৫০ উইকেট ক্লাবে রিশাদ
ময়মনসিংহে ৫,৪৪৬ কেজি পলিথিন জব্দ
টি-টোয়েন্টি বাংলাদেশে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন
ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩
বিভক্তিতে স্বৈরাচার ফেরার পথ সুগম হবে : ডা. জাহিদ 
১০