চট্টগ্রামের চন্দনাইশে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৮:৪৫
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ১৩ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের চন্দনাইশে আম গাছ থেকে পড়ে মো. কোরবান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জোয়ারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর জোয়ারা মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. কোরবান আলী ওই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে কোরবান আলী আম পাড়তে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা গেছেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘গাছ থেকে পড়ে একজনের মৃত্যুর সংবাদ শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
১০