ঢাবি টিএসসি’তে চলছে তিন দিনব্যাপী সাহিত্য উৎসব

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:১৭

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চলছে তিন দিনব্যাপী সাহিত্য উৎসব। আগামীকাল এই সাহিত্য উৎসবের সর্বশেষ দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ’ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব-২০২৫’ শীর্ষক এ উৎসবের আয়োজন করে।

সাহিত্য উৎসবকে কেন্দ্র করে টিএসসি’র পায়রা চত্বরে বসেছে উদ্যোক্তা মেলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ওই মেলায় নিজস্ব পণ্য নিয়ে বসেছেন। কেউ বসেছেন হাতে বানানো হরেক রকম পিঠা নিয়ে। আবার কেউ বা বসেছেন নিজ কারখানায় তৈরি চামড়ার ব্যাগ নিয়ে। সব মিলিয়ে ২৫টি স্টলে রয়েছে নানা ধরনের পণ্য।

পায়রা চত্বরে দেখা গেল খাবারের স্টলে ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা। হাতে বানানো নানান ধরনের পিঠা নিয়ে বসেছেন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নওফেল। তিনি বাসসকে বলেন, টিএসসি’তে এক ধরনের উৎসব পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্রিও হচ্ছে বেশ ভালোই। বিশ্ববিদ্যালয়ের যে-সকল শিক্ষার্থী ছোট পরিসরে কোনো ব্যবসা শুরু করে তাদের জন্য এমন মেলা গুরুত্বপূর্ণ। কেননা এর মধ্য দিয়ে তারা শিক্ষার্থীদের কাছে পরিচিতি পায়।

দর্শনার্থী হিসেবে আসা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সোহান ইকবাল বলেন, এমন উৎসবে একদিকে সাহিত্য, অন্যদিকে তরুণ উদ্যোক্তাদের চিন্তা দুটোই এক জায়গায় দেখা যায়। বই কিনলাম, সঙ্গে খেয়েও নিলাম। সত্যিই আনন্দের।

উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও এ সাহিত্য উৎসব ও উদ্যোক্তা মেলায় অংশ নিচ্ছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল সাহিত্য উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০