খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে আমের ব্যাপক ক্ষতি

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:৩৩
ছবি : বাসস

খাগড়াছড়ি, ১৩ মে ২০২৫ (বাসস) : জেলার আজ বিভিন্ন এলাকায় হঠাৎ করে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে গাছ থেকে ঝরে পড়েছে বিপুল পরিমাণ অপরিপক্ব আম। গাছের ডালপালা ভেঙে গেছে, কোথাও কোথাও গোটা গাছ উপড়ে গেছে। এতে আমচাষি ও ব্যবসায়ীরা উভয়েই চরম উদ্বেগে পড়েছেন।

খাগড়াছড়ি সদর উপজেলার ভূয়াছড়ি এলাকার আম বাগানের উদ্যোক্তা মংশিতু চৌধুরী বলেন, ঝড়ের সময় প্রচণ্ড বাতাসে আমার বাগানের অন্তত ৫ থেকে ৬ মেট্রিকটন আম মাটিতে পড়ে গেছে। বেশ কিছু গাছের ডালপালা ভেঙে গেছে।

মাটিরাঙ্গা উপজেলার মুসলিমপাড়া এলাকার একটি বাগানের মালিক ও খাগড়াছড়ি বাজারের আম ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন জানান, ঝড়ো বাতাসে তার আম বাগানের কয়েকটি আমগাছ ভেঙে গেছে। ঝড়ে অনেক কাঁচা আম পড়ে গেছে। এইসব আম এখনও পরিপক্ক না হওয়ায় বাজারে বিক্রি করাও সম্ভব না। 

স্থানীয়রা জানান, শুধু ভূয়াছড়ি বা মুসলিম পাড়াই নয়—খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় এই ঝড়ের প্রভাব পড়েছে। মহালছড়ি, মানিকছড়ি, রামগড়, গুইমারা ও পানছড়ি উপজেলায়ও আম ও অন্যান্য ফলের বাগানে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক এলাকায় শিলাবৃষ্টির আঘাতে আমে দাগ ও পচন দেখা গেছে।

খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাব্বি হাসান জানান, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ আম চাষিদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০