অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হাজতখানায় গ্রন্থাগার স্থাপন 

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:৪৪
মঙ্গলবার মুন্সিগঞ্জে নারী হাজতখানায় গ্রন্থাগার উদ্বোধন। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ১৪ মে, ২০২৫ (বাসস) : জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হাজতীদের অপরাধের জগৎ থেকে ফিরিয়ে আনতে নারী হাজতখানায় গ্রন্থাগার স্থাপন করা হয়েছে। মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন গতকাল বিকেলে এ গ্রন্থাগার উদ্বোধন করেন। এর আগে গত ৭ জানুয়ারি মুন্সিগঞ্জের পুরুষ হাজত খানায় অনুরূপ গ্রন্থাগার স্থাপন করা হয়। 

উদ্বোধনকালে গাজী দেলোয়ার হোসেন বলেন , আদালতে আনা হাজতীদের বিচারিক আদালতে উঠানোর আগ পর্যন্ত ধর্মীয় বইসহ অন্যান্য বই পরে সময় কাটানো এবং  জ্ঞান অর্জনসহ আলোর পথে আসার সুযোগ সৃষ্টি হবে। 

তিনি জানান, অপরাধীদের আত্মশুদ্ধির জন্য এই গ্রন্থাগারে প্রাথমিকভাবে ধর্মীয় বইসহ মহান ব্যক্তিদের জীবনীগ্রন্থ রাখা হয়েছে। তবে ধীরে ধীরে গ্রন্থাগারে অন্যান্য বইও রাখা হবে। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটমো. জিয়াউর রহমান , সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটশহিদুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস ও মুহসিনা হোসেন তুষি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, পিপি অ্যাডভোকেট মো. হালিম হোসেন, জিপি অ্যাডভোকেট তোতা মিয়া এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০