বিগত তিনটি সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ বিষয়ে তদন্ত কমিশনে শুনানি শুরু  

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ২০:৪১
নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে) অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে শুনানি গ্রহণ শুরু করেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। এখানে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করা হবে।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার গত তিনটি নির্বাচনে অনিয়মের অভিযোগ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। তদন্ত কমিশনের সদস্য ড. মো. আব্দুল আলীম ও ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন এই শুনানি গ্রহণ করেন।

তিনদিনে রাজধানী ঢাকার বেশ কয়েকটি আসনে দায়িত্বপালনকারী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের গত তিনটি নির্বাচনে অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগের বিষয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।   

বৃহস্পতিবারের শুনানিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে দায়িত্বপালনকারী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার ঢাকা-১৩ আসনের মনোনয়নপত্র প্রত্যাহারকৃত দু’জন এবং আজ ঢাকা-৮ আসনের নির্বাচনে দায়িত্বপালনকারী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের জিজ্ঞাসাবাদ করা হয়।    

উল্লেখ্য, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে উত্থাপিত অভিযোগের বিষয়ে পর্যালোচনা করে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গত ২৯ জুলাই কমিশন গঠন করা হয়। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনকে (ইসি) জাতীয় নির্বাচন তদন্ত কমিশনকে লজিস্টিক ও তথ্য সহায়তা প্রদান করতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে : ডা: এফএম সিদ্দিকী
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অপপ্রচার : ফরিদপুর জেলা পুলিশ
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি গণসংহতি আন্দোলনের
নারীর ক্ষমতায়নে অবদান রেখেছেন তারেক রহমান: নিপুণ রায়
রাজধানীতে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ৭ দফা দাবি পেশ
সিলেটে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
হবিগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ 
বার কাউন্সিলের রিভিউ ফলাফল বাতিল করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত: ২৯ নভেম্বরের এমসিকিউ পরীক্ষা স্থগিত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের ১৩১ সদস্যের কমিটি : বাকেরগঞ্জের সভাপতি জাহাঙ্গীরকে অব্যাহতি
১০