ফেনীতে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৯:০০ আপডেট: : ১৫ মে ২০২৫, ২০:০৭
পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। ছবি : বাসস

ফেনী, ১৫ মে ২০২৫ (বাসস): পাঁচ দিনব্যাপী এক ভ্রাম্যমাণ বই মেলা আজ জেলায় শুরু হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসক সাইফুল ইসলাম শহরের রাজাঝির দিঘীর পাড়ের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে এ  মেলার উদ্বোধন করেন। 

তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে জেলা পর্যায়ে এ ধরণের আয়োজনকে ভালো উদ্যোগ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ঝুঁকে পড়েছে। এ রোগের উৎকৃষ্ট ঔষধ হচ্ছে বই পড়া। আলোকিত এবং ভালো মানুষ হতে হলে বই পড়তে হবে। ফেনীর ইতিহাস ও ঐতিহ্য নিয়েও অনেক বই লেখা হয়েছে। ফেনীবাসীর জন্য এই বইটি পড়া আবশ্যক বলে মনে করি। 

তিনি সবাইকে বই পড়ায় উৎসাহিত করতে প্রিয়জনকে বই উপহার দেয়ার পরামর্শ দেন। 

মেলার আয়োজক কর্তৃপক্ষ জানায়, পাঁচ দিনব্যাপী এই বইমেলা আগামী ১৯ মে শেষ হবে। মেলা উপলক্ষে ২৫শতাংশ ছাড়ে বই বিক্রি করা হচ্ছে। এছাড়া আগামী রবিবার বিকেল চারটায় বইমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলা চলাকালীন প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা বইপ্রেমীদের  জন্য উন্মুক্ত। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সংগঠক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফি উল্লাহ, মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০