
কুড়িগ্রাম, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ভোরে লাগা আগুনে অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেশিরভাগ দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত খবর পাওয়ায় আরও বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোরে বাজারে ধোঁয়া দেখে তারা ছুটে আসেন, কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।