জেমিমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৭:০৬ আপডেট: : ৩১ অক্টোবর ২০২৫, ১৯:৫০

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫ (বাসস) : জেমিমা রদ্রিগেজের অসাধারণ সেঞ্চুরিতে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত।

বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ৫ উইকেটে হারিয়েছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। ২০০৫ ও ২০১৭ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত।

আগামী ২ নভেম্বর মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ফিবি লিচফিল্ডের সেঞ্চুরিতে ৪৯ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩৮ রান করে অস্ট্রেলিয়া। ১৭টি চার ও ৩টি ছক্কায় ৯৩ বলে ১১৯ রান করেন লিচফিল্ড।

এছাড়া এলিস পেরি ৭৭ ও অ্যাশলি গার্ডনার ৪৫ বলে ৬৩ রান করেন। দ্বিতীয় উইকেটে ১৩৩ বলে ১৫৫ রানের জুটি গড়েন লিচফিল্ড-পেরি। বল হাতে ২টি করে উইকেট নেন ভারতের শ্রী চারিনি ও দিপ্তি শর্মা।

৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে জেমিমার দুর্দান্ত সেঞ্চুরিতে ৯ বল বাকী থাকতে জয় পায় ভারত। এর মাধ্যমে নারী বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ায় ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়ে ভারত। চলমান বিশ্বকাপে বিশাখাপত্তমে ভারতের ছুঁড়ে দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেমির মঞ্চে অসিদের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের জন্ম দেয় ভারত।

১৩৪ বল খেলে ১৪টি চারে অপরাজিত ১২৭ রান করেন জেমিমা। ওয়ানডেতে তৃতীয় ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম শতকের দেখা পান জেমিমা। 

তৃতীয় উইকেটে অধিনায়ক হারমানপ্রিত কৌরের সাথে ১৫৬ বলে ১৬৭ রানের দুর্দান্ত জুটি গড়েন জেমিমা। হারমানপ্রিত ৮৯ রান করেন।

এ ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া মিলে ৬৭৯ রান করেছে। নারী বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ রান এটি। ২০১৭ সালে ব্রিস্টলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৬৭৮ রান হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১০