চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২১:৫৭
ছবি : সংগৃহীত

ঢাকা,  ৩১ অক্টোবর ২০২৫ (বাসস) :  ১৯৬৯ সালে চাঁদে মানুষের অবতরণ ‘ঘটেনি’ বলে রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান করেছে নাসা।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি এক্স-এ লিখেছেন, ‘হ্যাঁ, আমরা আগেও চাঁদে গিয়েছি...৬ বার!’

অ্যাপোলো ১১ অভিযানের সময় নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন প্রথমবার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে পদচারণা করেন। তবে চাঁদে অবতরণ নিয়ে প্রায় ৫০ বছর ধরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খাচ্ছে, এ সম্পর্কিত সর্বশেষ মন্তব্য এসেছে এই এ-লিস্ট তারকার সিরিজ  দ্য কার্দাশিয়ান’স-এর সাম্প্রতিক পর্বে।

কার্দাশিয়ান সহ-অভিনেত্রী সারাহ পলসনকে বলেন, আমি তোমাকে বাজ অলড্রিন আর অন্যজনের ওপর ভিত্তি করে এক মিলিয়ন আর্টিকেল পাঠাচ্ছি।

এরপর তিনি অলড্রিনের একটি উদ্ধৃতি পড়ে শোনান, যেখানে চাঁদ অভিযানের সবচেয়ে ভয়ংকর মুহূর্ত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল।

কার্দাশিয়ান বলেন, ভীতিকর কোনো মুহূর্ত ছিল না। কারণ এটি ঘটেইনি। ভীতিকর হতে পারত, কিন্তু হয়নি। কারণ এটি ঘটেইনি।

কার্দাশিয়ান কোন নিবন্ধের কথা বলেছেন বা মন্তব্যটি আদৌ অলড্রিনের কি না তা স্পষ্ট নয়।

পর্বটির প্রযোজকদের সঙ্গে কথা বলার সময় কার্দাশিয়ান আবারও দাবি করেন, মহাকাশ অভিযানটি ‘ভুয়া’ ছিল এবং তিনি ‘বাজ অলড্রিনের কিছু ভিডিও’ দেখেছেন বলে দাবি করেন, যেখানে অলড্রিন বলছেন এটি ঘটেনি।

ডাফি তার এক্স পোস্টে কার্দাশিয়ানকে ট্যাগ করেন এবং নাসার বর্তমান চাঁদ অনুসন্ধান কর্মসূচি ‘আর্টেমিস’ মিশনের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা আগের মহাকাশ প্রতিযোগিতায় জিতেছিলাম, এবারও জিতব।’ তিনি কার্দাশিয়ানকে কেনেডি স্পেস সেন্টারে মিশনের উৎক্ষেপণ দেখার আমন্ত্রণ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০