
ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫ (বাসস) : বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওপেনার তানজিদ হাসান। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড।
আজ চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৯টি চার ও ৪টি ছক্কায় ৬২ বলে ৮৯ রান করেন তানজিদ। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ১ হাজার রান পূর্ণ করেন তিনি।
এক্ষেত্রে বাংলাদেশের পক্ষে দ্রুততম ১ হাজার রানের নজির গড়েন তানজিদ। ৪২ ম্যাচের ৪২ ইনিংসে ১ হাজার রান করেছেন তানজিদ। এতে ভেঙে গেছে তাওহিদ হৃদয়ের রেকর্ড।
বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত ভাসর্নে ৪৫ ইনিংসে ১ হাজার রান করেছিলেন হৃদয়।
টি-টোয়েন্টিতে দ্রুত ১ হাজার রানের বিশ্বরেকর্ড ইংল্যান্ডের ডেভিড মালানের। ২০২১ সালের মার্চে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ২৪তম ইনিংসে টি-টোয়েন্টিতে ১ হাজার রান করেছিলেন মালান।