পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০০:৫১
ছবি : বাসস

পটুয়াখালী, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে এ পথসভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফলের সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার। পথসভায় সভাপতিত্ব করেন বাউফল গার্লস হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন।

বক্তব্যে সহিদুল আলম তালুকদার বলেন, ‘আমি সারাজীবন মানুষের সেবা করেছি, মানুষের সুখ-দু:খে পাশে থেকেছি। জীবনের বাকি সময়টুকুও মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা অর্জনের একটি মাধ্যম।’

তিনি বলেন, আজ দেশ এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে, যেখানে গণতন্ত্রকে রক্ষা করা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশকে পুনর্গঠন করা আমাদের দায়িত্ব।

সহিদুল বলেন, ধানের শীষ হলো মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতীক। এই প্রতীকের বিজয় মানে মানুষের বিজয়। তাই আমি সবাইকে অনুরোধ করছি— দলমত নির্বিশেষে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার এই আন্দোলনে অংশ নিই।

সাবেক এমপি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি— যদি সুযোগ পাই, আগের মতোই আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে কাজ করে যাব।

তিনি আগামীর নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মাসুদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০