
লালমনিরহাট, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট চেকপোস্টে ভারতে ও তার পার্শ্ববর্তী কয়েকটি জেলায় পাচারকালে ২৪৫ বস্তা রাসায়নিক সার আজ জব্দ করেছে লালমনিরহাট (১৫ বিজিবি) ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, জব্দকৃত সারের মধ্যে ৫ বস্তা ডিএপি, ১৫২ বস্তা ইউরিয়া, ৭৬ বস্তা ডিএপি সার রয়েছে। এর আগে ৪ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে ২৪৫ বস্তা সার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, লালমনিরহাট জেলা থেকে রাসায়নিক সার সীমান্ত দিয়ে ভারতে ও পার্শ্ববর্তী জেলায় পাচাররোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
জব্দকৃত সারস লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে লালমনিরহাট জেলা কৃষি কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।