
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : গিনি-বিসাউয়ের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা সংবিধানবিরোধী ষড়যন্ত্রের একটি চেষ্টা রুখে দিয়েছে। এ ঘটনায় একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
বিসাউ থেকে এএফপি এ খবর জানায়।
সেনাবাহিনীর উপ-প্রধান জেনারেল মামাদু তুরে সাধারণ নির্বাচনের প্রচারণা শুরুর আগের দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এই পদক্ষেপের লক্ষ্য ছিল নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করা।’ তবে কতজন কর্মকর্তা গ্রেফতার হয়েছেন বা তারা কী পরিকল্পনা করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।