খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০০:১৫
ছবি : বাসস

খুলনা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনায় বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টায় নগরীর জিয়াহল চত্বর (শিববাড়ি মোড়) থেকে ধানের শীষের প্রচার মিছিল শুরু হয়। এতে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, পতিত শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময়ে যারা বিএনপির পরিচয় দিতে লজ্জা পেতেন, যারা পুলিশ প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন কিংবা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দল ছেড়েছিলেন—তারা এখন বিএনপির পরিচয় দিয়ে রাজপথে নামতে চাচ্ছেন।

আন্দোলনের কঠিন সময়ে যখন বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাগারে, রাজপথে অথবা পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন তারা ঘরে বসে এসি রুমে শান্তিতে ঘুমিয়েছেন।

আজ সেই মৌসুমি পাখিরাই আবার বিএনপির পরিচয়ে রাজপথে নেমে নির্বাচনে অংশ নিতে চাইছেন। 

মিছিলটি কেডিএ অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যায়েল চত্বরে পথসভায় পরিণত হয়। এতে মহানগর ও সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ওই সকল মৌসুমি পাখিদের বিএনপিতে কোনো জায়গা হবে না। যারা ফেব্রুয়ারির সম্ভাব্য ভোট বানচালের জন্য কখনো ‘পিআর’, কখনো ‘হ্যাঁ-না ভোট’-এর নাটক করছে, তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। 

প্রচার মিছিলে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদসহ সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দল, জাসাস-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০