বাংলাদেশ-আফগানিস্তান যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৯:৪২

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫ (বাসস) : আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ পরিত্যক্ত হয়েছে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারণে মাঠেই নামতে পারেনি দু’দল। ফলে টস ছাড়াই ম্যাচটি বাতিল হয়ে যায়।

সিরিজের প্রথম ওয়ানডেতে গত সোমবার বৃষ্টি আইনে আফগানিস্তানকে ৫ রানে হারায় বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৫ রান করে আফগানিস্তান। মিডল অর্ডার ব্যাটার উজাইরুল্লাহ নিয়াজাই ১৬টি চার ও ১টি ছক্কায় ১৩৭ বলে ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন।

১০ ওভারে ৫৭ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ইকবাল হোসেন ইমন।

জবাবে কালাম সিদ্দিকির সেঞ্চুরিতে ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩১ রান করে বাংলাদেশ। এরপর আলোকস্বল্পতায় ম্যাচের ইতি টানেন দুই অনফিল্ড আম্পায়ার। এসময় বৃষ্টি আইনে ৫ রানে এগিয়ে ছিল বাংলাদেশ।

১১টি চারে ১০১ রান করেন কালাম। এছাড়া রিজান হোসেন ৭৫ ও রিফাত বেগ ২৬ রান করেন।

আগামী ৩, ৬ ও ৯ নভেম্বর সিরিজের শেষ তিন ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০