বগুড়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে : তামিম ইকবাল

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২০:৪৪
ছবি : বাসস

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫ (বাসস) : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া ফুটবল একাডেমি আয়োজিত বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ বয়েজ ক্লাব।

আজ বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বগুড়া ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীত ও ফিফা থিম সং বাজিয়ে মাঠে নামে খেলোয়াড়রা।

ফাইনালে মুখোমুখি হয় বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বিদ্যুৎ বয়েজ ক্লাব। এরপর দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে একই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিদ্যুৎ বয়েজ ক্লাব।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন তামিম ইকবাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

প্রধান অতিথির বক্তব্যে তামিম ইকবাল বলেন, ‘বগুড়ায় ক্রিকেট একাডেমি হলে মুশফিক রহিম, তাওহিদ হৃদয়ের মত খেলোয়াড়রা বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারে। আমি বগুড়ায় অনেকবার এসেছি। আমার খুব প্রিয় বগুড়ার ক্রিকেট মাঠে আমি খেলেছি। বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়ায় আছে। আশা করবো ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক ক্রিকেট আগের মতো আবারও ফিরবে।’

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বগুড়া ফুটবল একাডেমির সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০