নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২১:৫৪
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। 

তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক। দেশের মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন, কিন্তু সেটি হয়নি। 

আজ শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী দাখিল মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুফফা যুব ফাউন্ডেশনের উদ্যোগে কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অনিয়ম- লুটপাট, দুর্নীতি, গুম-খুন, নির্যাতনের কারণে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 

আস-সুফ্ফা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা সামছুল আলম লিটু ও সাধারণ সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি বলেন, দলের পদ ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। 

এ্যানি আরো বলেন, ইসলাম আমাদের মানবতার জন্য কাজ করা, কল্যাণের জন্য কাজ করা শিখিয়েছে। ইসলামে ন্যায় প্রতিষ্ঠা করা ও শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে। ইসলামের দৃষ্টিতে এই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ। 

এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহাব্বত, লক্ষ্মীপুর জেলা কনসার্স কনজ্যুমার অ্যাসোসিয়েশনের জেলা কো-অডিনের্টর আবুল হাসান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০