সীমান্ত এলাকা থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৬:০৮
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, আজ শুক্রবার জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এবং  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় উন্নতমানের শাড়ী ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৭ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তায় অটল অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব মালামাল জব্দ করা হয়েছে।’

জব্দকৃত পণ্যসমূহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১০