ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র বিজনেস স্টাডিজ অনুষদের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পুনঃভর্তি পরীক্ষা (শুধু এমসিকিউ) আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে।
আগামী শনিবার বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভাগীয় শহরের ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (ব্যবসায় শিক্ষা ইউনিট) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫-এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম আজ সন্ধ্যায় বাসস-কে একথা জানিয়েছেন।
ইতঃপূর্বে গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটে যারা উপস্থিত থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন, কেবল তারাই ১৭ মে বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এজন্য তাদেরকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নতুন সংগৃহীত পুনঃপ্রবেশপত্র ব্যতীত তারা পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন না।
নতুন পুনঃপ্রবেশপত্রে রোল নম্বর অপরিবর্তিত থাকবে।
প্রবেশপত্র ডাউনলোড-এর শেষ সময় ১৭ মে বেলা ২টা পর্যন্ত।