শাহজাদপুরে সাবেক দুই সংসদ সদস্যসহ ১৯৬ জনের নামে মামলা

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৫৬
জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর আক্রমণ করে তৎকালীন সরকারদলীয় অনেকেই। ফাইল ছবি

সিরাজগঞ্জ, ১৫ মে, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপি ও ছাত্রজনতার উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৭৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, এই মামলায় ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা (দুই সংসদ সদস্য ভাই বোন), কবিতার ছেলে সুমগ্ন করিম, সাবেক পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কাজল, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, কোষাধক্ষ্য সালাম ব্যপারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর হক দিনার।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মামলার বাদী, বিএনপি’র নেতাকর্মী ও ছাত্র-জনতা মিছিল নিয়ে করতোয়া ব্রিজ এলাকায় যায়। এসময় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম তার লোকজনকে হুকুম দেয় আন্দোলনের সাদ মিটিয়ে দে। এই হুকুম পাওয়ার পর আসামিরা লোহার রড, লাঠি-সোটা, হাসুয়া, হাতুরি, ককটেল বোমা নিয়ে মিছিলের উপর হামলা করে। হামলায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষারসহ বেশ কিছু ছাত্র-জনতা আহত হয়। পরে আসামি ককটেল বিস্ফোরণ করে চলে যায়।

মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার বাদী হয়ে মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
১০